Image
 
Gifts: Misti | Mahabhoj | Cake
Movie: Bengali | Hindi | Satyajit
Music: Rabindra | Najrul | Adhunik
Books: Children | Pujabarshiki | Novel
কিনু কাহারের থেটার প্রিন্ট কর ইমেল
লিখেছেন সিঞ্চিতা চট্টরাজ   

অন্য থিয়েটার –এর প্রথম মঞ্চ উপস্থাপনা – নাটকীয় এবং সংগীতমুখর এক বিদগ্ধ প্রয়াস। জন্মসূত্রে ভারত এবং বাংলাদেশ থেকে আগত, অধূনা ওহাইও, কলম্বাস নিবাসী কিছু শিল্পপ্রেমী মানুষকে নিয়ে অন্য থিয়েটার-এর প্রথম পথ চলা শুরু ২০০৫ সালে। অল্প সময়ের মধ্যেই বিবিধ দক্ষতায় সমৃদ্ধ শিল্প সচেতন কিছু গুনীজনের সমাবেশ, অন্য থিয়েটারের ভবিষ্যতকে করে তোলে আরো উজ্জ্বল।
ঊনবিংশ শতকের ব্রিটিশ সাম্রাজ্যবাদের প্রেক্ষাপটে এক প্রতারিত ও প্রবঞ্চিত সমাজব্যবস্থার বুকে “কিনু কাহারের থেটার” তার গভীর তাৎপর্য এবং একই সাথে সূক্ষ হাস্যরসবোধটি নিয়ে অসাধারন দক্ষতায় উপস্থিত দর্শকের দরবারে। নাটক ও বাস্তব, অতীত ও বর্তমান, কল্পনা ও সত্যের এই অভিঘাত ও তার সুচারু উপস্থাপনা মুগ্ধ করেছে কলম্বাসের দর্শককে এবং সেই সাথে রং, রস, সুর ও ছন্দের ঐশ্বর্যে স্থান ও কালের গন্ডী অতিক্রম করেছে এই প্রয়াস। অন্য থিয়েটারের প্রতিশ্রুতির এ এক শুভারম্ভ। ভবিষ্যতের জন্য রয়েছে তাদের অনেক রঙীন সাংস্কৃতিক অঙ্গীকার। সুধীজনের উপস্থিতি ও সুসমালোচকের বিশ্লেষণে এই যাত্রা হয়ে উঠুক আরও তাৎপর্যপূর্ণ।
Comments (0) >>
Write comment

This content has been locked. You can no longer post any comment.


busy

সিঞ্চিতা চট্টরাজ
About the author:

 

প্রতিবেশী ওয়েবজিন